Friday, November 13, 2015


ধর্ম পাপ মোচন বা ক্ষমার নামে অবিচার নয় বরং বিচার প্রতিষ্ঠার জন্য

ধর্ম অপকর্মকারী,  ষড়যন্ত্রকারী, পাপীদের অপকর্ম করার হাতিয়ার নয় বা অপকর্ম করে শাস্তি হতে পার পাবার ঢাল নয় বরং অপকর্মকারীদের শাস্তি প্রদানের জন্য এবং নিরীহ ভুক্তভোগীদের অধিকার নিশ্চত করার জন্য। অপকর্ম করে যারা ধর্মকে নানা ওযুহাতে শাস্তি হতে পার পাবার জন্য ঢাল বানাতে চায় তারা মূলত তাদের ধর্মকে কলঙ্কিত করছে। যে ধর্ম অপকর্মকারী, ষড়যন্ত্রকারী,  অন্যের অনিষ্ঠককারীদের শাস্তি হতে মাপ পাবার মিছে পন্থা শিখায় তা মূলত অন্যায় বিস্তার করার ধর্ম। প্রকৃত ধর্ম অবশ্যই অন্যের বিরুদ্ধে অন্যায়কারীদের বিপক্ষে  এবং প্রকৃত ধর্ম সবসময় প্রায়শ্চিত্ত করার জন্য ও অন্যায়  থেকে মুক্ত থাকার জন্য তাগিদ দেবে