Sunday, August 14, 2016

যুগ যুগ ধরে চলে আসা মানুষের শাসন অনুশাসন, কৌশল, সংর্স্কৃতি, রীতি নীতি আচরন, প্রতিক্রিয়া ইত্যাদি যেমন ধরুন শরীরে বাধা তাগা, তাবিজ. মালা, লকেট, আংটি, শাখা সীল.টাট্ট ইত্যাদি অনেক কিছুকে যারা কূসংস্কার ও পরিত্যায্য বলে এবং উপহাস করে তারা অনেক অনিষ্ঠেঁর কারন হতে পারে| আসলে অল্প শিক্ষা এবং উপলব্ধিহীন অল্প শিক্ষা কিংবা কূশিক্ষা পরিত্যয্য| ধরুন, অপরিচিত কোন স্থানে কোন একজন জংলি কিংবা আধুনিক বাহীনির দ্বারা মৃত্যুর সম্মূখীন| এক্ষেত্রে অতীতে তার পিঠে আকা কোন চিহ্ন প্রশ্নের জন্ম দিতে পারে এবং তার জীবন বাঁচাতে পারে।  ২| পূবে যেমনটা বলা, মেয়ে শিশুদের হাতের চুরি, পায়ের মল,ঝুমকা , নাক গলা কানের অলংকার শুধু সৌর্ন্দয বা দাসত্বের প্রতীক নয়| ওগুলো তাদের রক্ষাকবজ, চরিত্রের রক্ষাকবজও বটে - বিশেষ করে অবুঝ বয়সে| যে কারনে গরুর গলায় ঘন্টা ঝুলায়, বাঘের গলায় না হলেও চলে| সাপ কিংবা চোরে দুগ্ধপান বা চুরী করতে এলে ঐ ঘন্টাই রক্ষাকবজ হিসাবে কাজ করে, এবং গৃহস্থের ঘুম ভাঙ্গাতে পারে। ৩| অর্থাৎ সামান্য একটা ফিতা কিংবা তাগাও তালিসমান হতে পারে এবং এটা প্রকাশ করতে পারে যে মানুষটি বিশেষ কোন সম্প্রদায় বা গোষ্ঠির সাথে যুক্ত অর্থাৎ বন্য প্রানী বা ছাড়া গরুর মত নয়।