Sunday, May 29, 2016

ওদেরকে বলি সত্য কি মিথ্যা, ন্যায় কি অন্যায়,  কার্যকরী কি অকার্যকরী তা বিবেচনা করার সুযোগ তোমাদের ধর্ম তো দেয়নি। মস্তিস্কের বিকাশ কিংবা যাচাই বাছাই করার ক্ষমতা অর্জনের পূবেই তোমরা তোমাদের সন্তানদের উপর বাধ্যতামূলক বিশ্বাস-চির সত্য, নির্ভুল, বাধ্যতামূলক বলে চাপিয়ে দাও। যা মানুষকে অবমূল্যায়ন করে ও মস্তিসক নিস্ক্রয় করে।  সত্য এবং ১০০% কথাটা আমি বিশ্বাস করতে বাধ্য নই। পড়বার ও বুঝবার পূর্বেই তোমরা তোমাদের শিশুদের মস্তিস্কে যদি বিশ্ব্াসের নামে বাধ্যতামূলক তথ্য সেট করে দাও যে এটি সঠিক এবং ১০০% তাহলে তাদের মানুষ্য জ্ঞানের চর্চা ও আত্মমর্যাদা বোধ এবং সসৃস্টিকর্তার অস্তিত্ব অনুধাবন এবং তার সাথে যোগসূত্র ততটুকু থাকে তা অনুধাবনের জ্ঞানটুকুও হয়ত তোমাদের পূবপুরুষরা তালাবন্ধ করে রেখেছেন। আসলে একটা ডিগ্রেস। মানুষের বুলি আর কাগজী জ্ঞান বা তথ্য তাদের মস্তিস্ক মহান শক্তি হতে বিচ্ছিন্ন করে বস্তুর দিকে ফিরিয়ে রেখেছে।  সৃস্টিকর্তা আমাকে জানবার ও যাচাই করবার স্বাধীনতা দিয়েছে। তোমাদের সন্তানদের মধ্যে মস্তাস্ক বিকাশের পূবেই  তোমাদের দ্বারা প্রদত্ত অনুধাবনহীন তথ্যগুলো তোমাদের ধর্মীয় ব্যর্থতার জন্য দায়ী। না জেনে,  না বুঝে শুধু অন্যেদের কথার ভিত্তিতে কোন গ্রন্থকে ১০০%বলা কি ঠিক? প্রত্যেকটা মানুষকেই যাচাই করার সুযোগ দেয়া উচিত ছিল।


 It was told that your religion didn't give any discretion to judge whether your religion is right or wrong, logical or illogical, practical or impractical! Before the brain get maturity, before your children achieve the  capability of analyzing, judging and deciding, you impose mandetory religious belief - as a compulsory knowledge and duty to abide,  virtual truth, unquestionable fact. That obviously raise question about the dignity and honor of human beings and help to make their brain inactive.  I am not bound to accept and believe in your opinion 100%. Before the babies can read and understand, if you set some data or a mandetory program in the name of religious belief in their raw brain as that it is true and 100% -, how their brain and mind can function as the brain and mind of human intelligence, how the sense of dignity can survive,  how their realization of the existence of God and the connectivity can remain are difficult for you to perceive because your predecessors probably locked your brain.  The reality is that- it was a digress. Speeches and texts bring their mind concentration away from the great abstract power and put into a limit of materials. The Creator gives me freedom to know and decide. The data that is put by you without realization into the brain of children before their ability to learn, understand and analyze is liable for the failure of your religion. Without knowing and understanding,  should anyone opine about any book as, on the basis of anyone's speech,  100% ? Everyon was expected given the freedom to judge and decide 



ওরা সামনে এসে কাতেল করার কথা বলে। ওদের আসমানী কিতাবে নাকি কিছু একটা বলা হয়েছিল যার অর্থ তারা মনে করে ইসলামত্যাগকারীদের কাতেল করার তাগিদ দেয়া হয়েছে। স্থান -কাল ভেদে কি সব কথার তাৎপর্য  একই থাকে? জন্মসূত্রে প্রাপ্ত ধর্ম ত্যাগ আর বুঝা শুনে কোন ধর্ম গ্রহন করে তা ত্যাগ করা এক বিষয় নয়। যারা ধর্ম পরিবর্তন বা নতুন ধর্ম গ্রহণ করেন তাদের বিষয়ে একটা বিশ্বাস বা চুক্তি থাকে যে তারা পরিপূর্ণ ভাবে বুঝে সত্য বিশ্বাস স্থাপন করে সত্য ধর্ম গ্রহন করল। কাজেই তারা যদি আবার ধর্ম ত্যাগ করে তবে তারা চুক্তি ভঙ্গ করল,  বিশ্বাস ভঙ্গ করল, তারা ভয়ংকর রকম নোংরা অপরাধী - মৃত্যুদন্ড অন্যায্য নয়। কিন্তু জন্মসূত্রে প্রাপ্ত ধর্ম নিজ জ্ঞানে অবশ্যই সকলের প্রত্যাখ্যান বা ত্যাগ করার বা নতুন ধর্ম গ্রহন করার অধিকার রয়েছে।  এ অধিকার হরণ করার ক্ষমতা সৃস্টিকর্তা কাউকে দিয়ে থাকেন বলে মনে হয় না

--they come for slaughtering,  they talk such that they have summons.  Something was given in their scriptures that they meant as an urge to slaughter who cede their Islam.  Do the meaning remain same all the time everywhere? To defy the by-born imposed religion and to defy a well understood accepted proselytism are not same. Implicit contract and faith exist for the proselyters that they change or accept true religion after they know completely and set belief on a true religion.  So, if they cede again, they actually breach and in fact dirty sinful betrayals- death sentence is not an excess.  But everyone has the right to judge and defy or cede the parental or by-born imposed religion and to accept another.  No reason to believe that the God delegates power on anyone to kill the right of choosing religion.