Tuesday, August 25, 2015


যারা রাজনীতি করেন, যাদের উপর দেশ পরিচালনার দায়িত্ব তাদের সাবধান হওয়া প্রয়োজন। ন্যায়ের পক্ষে থাকুন, মেধার পক্ষে থাকুন, সে পক্ষে একজন হলেও একজনের পক্ষে থাকুন। লক্ষ লক্ষ টুইরা ভোটের জন্য টুইরাদের পিছনে ছুটবেন না। কারন, তাদের কে যদি বলা হয় কান চিলে নিয়েছে, তারা যেমন আকাশ পানে ঢিল ছোড়া শুরু করতে পারে ; ঠিক তেমনি যদি বলেন টাকা পরেছে, তারা নিচের দিকে নজর দিতে পারেন। সেরকম লক্ষ লক্ষ অবিবেচক, susceptible & fickle ভোটার তুষ্ট করতে গিয়ে ন্যায়ের বিপক্ষে গিয়ে সঠিক মানুষদের অধিকার লংঘন করবেন না বা করতে উৎসাহ যোগাবেন না। সঠিক মেধাবী ন্যায়বান একজন অবশ্যই জানেন টুইরাদের কি বলতে হবে। কাজেই ন্যায় ও যথার্থতা বিচার করুন, সংখ্যার বিচার সবসময় নয়।
https://web.facebook.com/notes/

No comments:

Post a Comment

It's better to comment here.
Don't whisper wrong thing to misguide the people on road.