Thursday, September 22, 2016

ভালবাসা একটু দূরে

ভালবাসা একটু দূরে
এখানে সেখানে, কোন গাছের ডালে
বৃস্টি ভেজা দুয়ারে,
উঠনে উঠনে কলের চাপে,
লেবুর বনে গাছের তলে
তাল টোকানোর সুখে;
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে
কাপতাই লেকের ঢালে, নাকি ওপারে,
যেতে হবে হিমছরির বাঁকে, না-
পেরুতে হবে সেন্টমার্টিনের দেশে
চরে চরে শৈবালের মাঝে
যেতে হবে ঘরে;  অন্তরের মাঝে?
কৈ দেখিনা তো তারে।
ভালোবাসা একটু দুরে, খুঁজে  মরি ভর দুপুরে।
ভালবাসা একটু দূরে, সামনে নাকি পিছনে
কান্না হাসি ক্ষণে ক্ষণে, দেয়ালের ওপাশে
কাঁদা ছোড়ে বুকে, বিড়ালের বেশে
লাগেনি তো অন্তরে।   
ভালবাসা একটু দূরে, সাতার কাটে আমায় দেখে
উজানে উজানে, পিছু নেয় পথের মাঝে
দীঘির কোনে একটা ডুবে।
ভালবাসা একটু দূরে,  রক্ত রাঙা
ছাতার তলে -মেয়টির ডাকে,
পথের মাঝে কান্না হাসি, চিৎকারে চিৎকারে।
ভালবাসা একটু দূরে,
            -ছুটে ছুটে আকড়ে ধরে তার বুকে
ভালবাসা পায়নি বলে।
ভালবাসা একটু দূরে, কোথায় যেন আছে লুকিয়ে
ঘুমের মাঝে বুকের পরে
ঠুক টুকিয়ে আমায় ডাকে।
ভালবাসা একটু দূরে,
       -পানসে শশার মাঝে - একটুকরা কামরাঙ্গার ঝাজে।

No comments:

Post a Comment

It's better to comment here.
Don't whisper wrong thing to misguide the people on road.