Monday, July 16, 2018

যখন মে, তুমি পল্লীর ঘরে ঘরে

মনের সাথে লড়ি

ভালবাসার সাগরে কত ঢেউ অাছড়ে পরে
ভেসে যাই পদ্ম হয়ে, ঢেউয়ের তালে তালে
লোকেরা বলে মানিয়েছে বেশ,
বন্ধুদের চোখে হিংসার রেশ,
বাবা-মা ভাবে সুখী হবে ঠায়, জীবন সঙ্গী যে।

মন তবু কোথা যেন পরে আছে চেয়ে
চাঁদের পানে মুখ হাসে, পথিকের চোখে অাকুতি
ঢেউয়ের টানে দেহ দোলে, মন যে পাথর মূর্তি।
অাঘাতে আঘাতে ক্ষয়ে যায় দেহ, তবু মন যে মনের মাঝে বন্দী
- এযে মনের সাথে মনের সন্ধি।
‘আমি যে কে তোমার - সুধাইলে মন বলে
ভাষা নেই, তবু কেঁপে উঠে মন, যেন সবখানে তুমি।
তবু চেয়ে আছে মন মোর কৈশোরের খুটা ধরে -মন যে মনের মাঝে বন্দি।


তবে তুমি কেবলি তুমি

প্রতি দিন, প্রতি রাতে, আছো তুমি বুকে মিশে,
হাজারো মানুষের ভীড়ে-
কষ্টের সাগরে, শান্তির দীপ হয়ে
জোয়ারে জোয়ারে যায় বুঝি ঢেকে,
তবু অাকড়ে ধরে রাখি ঢেউয়ের অাঘাতে
শুধু তোমাকে, শুধু তোমাকে।

অাশা রাখি, পাবো একদিন

জানি, কাঁদ তুমি নিষেধ না মানা মনে
তবু হেসে উঠো যেন দু:খ ঝড়ে পরে।
মনের দুয়ারে উকি মেরে উঠি
যেন হাফ ছাড়ে, শূন্য দুয়ারে দোকানি।

জানি জমে অাছে কথা বুকে
বলিব তোমাকে
কিন্তু কেমনে? কেমনে?

অপেক্ষায় অপেক্ষায় কেটে যায় সময়
ঘরির কাটা ঘুরে ব্যস্ততার গাড়ি থামবে বুঝি
- কিন্তু কৈ? অাঘাতে অাঘাতে ছুটে যায় দেখি।


তবু বলি, শোন

যাকে তুমি পেতে চাও দিও তারে মন
তার সাথে কোন কথা রাখিওনা গোপন।
মনের যত কথা আছে বল খুলে তাকে দেখবে সে তোমায় বুকে তুলে তুলে নেবে।
কখনো ভেবনা সে নেই - সে আসবে তোমার মাঝে - অনুভাবে অনুভবে
শুধু ডেকে উঠো মন দিয়ে
ঈশ্বরের চোখে চোখ রেখে
শুধু বল ‘আমি শুধু তোমার’।



No comments:

Post a Comment

It's better to comment here.
Don't whisper wrong thing to misguide the people on road.